সংবাদ জনকণ্ঠ নিউজ ডেস্ক :দক্ষিণবঙ্গে শীতের আমেজে সাময়িক বিরতি ঘটেছে। তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে। আজ থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা, কাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে হালকা তুষারপাত হতে পারে।
দক্ষিণবঙ্গ:তাপমাত্রা: শীতের প্রভাব কম। শনিবার পর্যন্ত স্বাভাবিক বা তার উপরে তাপমাত্রা।বৃষ্টি: কাল থেকে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি।কুয়াশা: আজ এবং আগামীকাল সকালের দিকে কুয়াশার সম্ভাবনা।উত্তরবঙ্গ:তুষারপাত: দার্জিলিংয়ের উঁচু এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা।বৃষ্টি: দার্জিলিং এবং কালিম্পং এলাকায় হালকা বৃষ্টি শুক্রবার ও শনিবার।
কলকাতা:তাপমাত্রা: আজ সর্বনিম্ন ১৬ ডিগ্রি, গতকাল সর্বোচ্চ ছিল ২৬.৩ ডিগ্রি।আবহাওয়া: আংশিক মেঘলা আকাশ। শুক্র ও শনিবার মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হতে পারে।নিম্নচাপ: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ, যা আগামী ২৪ ঘন্টায় স্থলভাগে প্রবেশ করবে।পশ্চিমী ঝঞ্ঝা: উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা।
ভিনরাজ্য:শৈত্যপ্রবাহ: পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর এবং রাজস্থানে চরম শৈত্য প্রবাহ।কুয়াশা: আসাম, মেঘালয় এবং উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যে ঘন কুয়াশার পূর্বাভাস।দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও বৃষ্টি শীতের অনুভূতিতে সাময়িক বিরতি আনবে। উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা পর্যটকদের জন্য আকর্ষণ তৈরি করতে পারে।