এখনই শেয়ার করুন।

সুমন পাত্র, চন্দ্রকোনা রোড :-পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড – ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে ও দা মিশন হাসপাতাল দুর্গাপুর এর ব্যবস্থাপনায় চন্দ্রকোনা রোডের বিদ্যাসাগর মঞ্চে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শদান শিবির। প্রতি বছর তারা এই ধরনের নানান সমাজসেবা মূলক কর্মসূচি গ্রহণ করে এ বছরও তার অন্যথা হয়নি। রক্তের পরীক্ষা হিমোগ্লোবিনের মাত্রা প্লেটলেটের মাত্রা থেকে শুরু করে রক্তচাপ পরীক্ষা রক্তে মধুমেহ এর মাত্রা এমনকি ইসিজি পরীক্ষারও ব্যবস্থা করা হয় ব্যবস্থাপন কর্তৃপক্ষের দ্বারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা দুর্ঘটনা ও আপৎকালীন চিকিৎসা থেকে শুরু করে এনাসথেসিয়া, ট্রান্স ফিউশন মেডিসিন, কার্ডিওলজি, ইলেকট্রোফিজিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, প্লাস্টিক ও রিকন্সট্রাকটিভ সার্জারি, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ডেন্টাল কেয়ার, ডার্মাটোলজি, ডায়াবেটোলজি, ইএনটি, গ্যাসট্রোএন্ট্রোরোলজি, জিআই সার্জারি, গাইনোকোলজি, অবস্ট্রেটিক্স, হেমাটোলজি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, প্যাথলজি, নেফ্রোলজি নিউরোলজি, নিউরো সার্জারি, অপথালমোলজি, চক্ষু রোগ, অর্থোপেডিক্স, জয়েন্ট রিপ্লেসমেন্ট, ক্যান্সারের চিকিৎসা, পেডিয়াট্রিক্স, নিউন্যাটলজি, ফিজিওথেরাপি, পালামোনোলজি, পেডিয়াট্রিক কার্ডিওলজি এমনকি ইউরোলজি ও এন্ড্রোলজিরও চিকিৎসা করা হয়। মিশন দুর্গাপুর হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছেন আমরা এমন একটি অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দিতে চাই যেন মানুষ দক্ষিণ ভারত নির্ভরশীলতা অনেকটা কমিয়ে তুলতে পারে।

স্বাস্থ্যসাথী কার্ডে করানো সম্ভব এমন যে কোন চিকিৎসা আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি। ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছে সরকারি হাসপাতালে যে পরিষেবা গুলো বিনামূল্যে দেওয়া হয় সেটা আমরা মনে করছি যথোপযুক্ত নয় তাই আমরা বিনামূল্যে ক্যাম্প করছি আরও করবো আগামী দিনে প্রত্যেকটি প্রান্তিক মানুষের কাছে বিনামূল্যের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত একদল অসাধু ব্যবসায়ী চিকিৎসক পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হওয়ার রোগীকে মাথার স্ক্যান করান। ফুল বডি চেকআপ করান এর বিরুদ্ধেই আমাদের লড়াই। দুর্গাপুর মিশন হাসপাতাল কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এ ধরনের শিবির অনুষ্ঠিত হওয়ায় খুশি সাধারন মানুষ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা ও ব্যবসায়ী সমিতির সভাপতি জয়প্রকাশ লোধা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *