এখনই শেয়ার করুন।

Jump to death in the metro with the child in his arms!

সংবাদ জনকণ্ঠ ডেস্ক: অফিসে পৌঁছানোর আগেই মেট্রো লাইনে ভোগান্তি। বুধবার সকালে অফিস টাইমে মেট্রো চলাচলে বিঘ্ন। চাঁদনী চক মেট্রো স্টেশনের ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক মহিলার। মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে ওই মহিলা সন্তান নিয়ে চাঁদনী চক মেট্রো স্টেশনে ঢুকেছিলেন। তারপর হঠাৎ করেই তিনি একটি মেট্রোর সামনে ঝাঁপ দেন। সেই সময় চলন্ত মেট্রো এগিয়ে আসছিল তার সামনেই ঝাপ দেন ওই মহিলা। ঘটনার ফলে বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল ব্যাহত হয়।

বর্তমানে ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে। অফিস টাইমে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। চাঁদনী চকের সামনে অফিস থাকায় বহু মানুষ মেট্রো স্টেশনে আটকে পড়েন। প্রায় দুই ঘন্টা পর স্বাভাবিক হয় মেট্রো চলাচল। চাঁদনী চক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবতী। যুবতীর দেহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মনে করা হচ্ছে পারিবারিক বিবাদের কারণেই আত্মহত্যা করেছেন তিনি।

এদিকে এখনো পর্যন্ত ওই যুবতীর নাম পরিচয় কিছুই জানা যায়নি। একদিকে ঘূর্ণিঝড়ের দাপট অন্যদিকে আবার অফিস টাইমে এই দুর্ঘটনা স্বাভাবিক ভাবেই নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে। প্রসঙ্গত মেট্রোতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা এই নতুন নয়। এর আগে বেশ কয়েকবার অফিস টাইমে এই আত্মহত্যার ঘটনায় মেট্রো চলাচল স্তব্ধ হয়েছে। ঠিক কেন ওই মহিলা আত্মহত্যা করলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *