এখনই শেয়ার করুন।

সুপর্ণা ভাদুড়ী:- প্রতি বছর বর্ষায় জল ঝমঝমিয়ে শুরু হতে না হতেই সংবাদ শিরোনামে আসে পশ্চিম মেদিনীপুর জেলার বানভাসী ঘাটালের নাম।

আর সেই কারণেই ঘাটালের প্রশাসনিক কর্তাদের অগ্রিম সতর্কতাও নিতে হয়। ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বন্যার আগাম হিসেবে সতর্কাও নিতে শুরু করেছে প্রশাসন।

শুক্রবার সিভিল ডিফেন্সের স্পিডবোর্ড নামিয়ে মহড়া হল ঘাটাল শিলাবতী নদীতে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস নিজেই স্পিডবোর্ডে চেপে মাইকিং করলেন। সুমন বাবু ঘাটাল বাসীর উদ্দেশ্য জানান, বন্যার সময় কোনোও রকম প্যানিক বা গুজব ছড়াবেন না।মহকুমা প্রশাসনের তরফে দিনরাত কন্ট্রোল রুম খোলা থাকছে। যেকোনো সাহায্যের জন্য সদা প্রস্তুত। প্রশাসন।


এর‌ পাশাপাশি হুঁসিয়ারি দেওয়া হয় এলাকার মদের ভাঁটিগুলি ভেঙে দেওয়া হবে।এই দিন মহড়াতে কিভাবে বাড়িতে থাকা জিনিস ব্যবহার করে বন্যার সময় নিরাপদ দূরত্বে যাওয়া যায় সেই বিষয়ে প্রচার করা হয়।
যেমন কোমরে শুকনো নারকেল বেঁধে, জলের ড্রামের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় বন্যার সময় যাওয়া যেতে পারে, এইরকম বিভিন্ন সচেতনতা মূলক প্রচার এদিন হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *