Belda terrible road accident, the death of three friends! Critical 1
নিজস্ব প্রতিনিধি, বেলদা: পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই সাথে মৃত্যু হল তিন বন্ধুর। একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরবাইকে পর পর ধাক্কা মারায় তিন জনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়।
জানা গিয়েছে, রবিবার রাতে বেলদা থানার সুশিন্দা এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কে খড়গপুর থেকে দাঁতনগামী একটি চার চাকা গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুটিতে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে স্থানীয়রা এসে তাদের রক্তাক্ত অবস্থায় তাদের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করে। গুরুতর আরেক জনকে রাতেই মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। তারও অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে।কি কারণে এমন দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।