A few hours away from Kolkata, there is an incredible wild beauty that can be spent a whole day at a nominal cost.
সুপর্ণা ভাদুড়ী:-বন্য সৌন্দর্য্য আপনাকে খুব আকর্শিত করে নাকি?তাহলে একদিন ছুটি ম্যানেজ করেই হারিয়ে যেতে পারেনপ্রকৃতির কোলে।
কোলকাতা থেকে কয়েকঘণ্টার দূরত্বেই রয়েছে ছোট্টজনপদ গুড়গুড়িপাল জেলা মেদিনীপুর পশ্চিম ।উত্তর-দক্ষিণ পূব-পশ্চিম ঘন জঙ্গল পরিবেষ্টিত | স্থানীয় আদিবাসীদের খুবই কষ্টের জীবন | রুক্ষ লাল মাটিতে চাষ হয় না ভালো | শাল পাতা তুলে এনে থালা তৈরি, বর্ষা শেষে কড়ানি ছাতু কুঁড়োতে যাওয়া, মহুল ফল সংগ্রহ করা | এসব করে দু’পয়সা রোজগার হয় বটে | তবে এগুলোও এখন অনিশ্চিত | ঘন ঘন হাতির পালের আক্রমণ, জঙ্গলে যাওয়া ঝুঁকিপূর্ণ |
স্থানীয় মহিলাদের একটি গোষ্ঠী অভিনব উদ্যোগ নিয়েছেন | বিঘা চারেক জমিতে নানা রকম ঔষধি ফসল যেমন ক্যামোমাইল, অশ্বগন্ধা, রোজেলা ইত্যাদি চাষাবাদ করেন | নিজেরাই প্যাকেটজাত করেন | সেগুলি ভিন রাজ্যে বিক্রি হয় | এনাদের হাত ধরেই গড়ে উঠেছে একটি গ্রামীণ পর্যটন উদ্যোগ | সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থাপনা | জঙ্গলের বুক চিরে লাল মাটির রাস্তা, শাল গাছের ছাওয়া, জোনাকির আলো, ঝিঝি পোকার শব্দ, শিয়ালের ডাক, হাতির সাম্রাজ্যের গা ছমছমে অনুভূতি | দু’তিন দিন আয়েশ করে কাটিয়ে দেওয়া যায় |
ধর্মতলা থেকে সকাল ৭.৩০টায় ঝাড়গ্রাম গামী SBSTC বাস ছাড়ে (ভায়া মেদিনীপুর), সরাসরি গুড়গুড়িপালে পৌঁছানো যায় | এরপর ৪ কিলোমিটার রাস্তা টোটোতে করে পৌঁছাতে হবে | ট্রেনে করেও আসা যায়, সকাল ৬.৩০টার ইস্পাত এক্সপ্রেস ধরে ঝাড়গ্রামে নামতে হবে, স্টেশনের বাইরে পাঁচমাথা মোড় থেকে যেকোনো মেদিনীপুর গামী বাসে চেপে ৩০ মিনিট দূরেই গুড়গুড়িপাল পাল বাসস্টপ |
কাছাকাছি ঘোরাঘুরির জায়গাও রয়েছে | ৪-৫ ঘন্টার গ্রামীন ট্যুর হয় টোটো তে করে | নাম না জানা গ্রামের রাস্তা, গভীর জঙ্গল, সবুজ শস্য ক্ষেত্র, আদিবাসীদের অনাড়ম্বর জীবনযাত্রা, অদূরেই প্রবাহমান কংসাবতী নদী |
এছাড়াও একটা গাড়ি ভাড়া করে ঘুরে দেখে নেওয়া যাবে লালগড়ের জঙ্গল, রামগড় রাজবাড়ি, কর্ণগড় মহামায়া মন্দির, গড়বেতার গনগনি, ক্ষুদিরামের জন্মস্থান মহাবনী ইত্যাদি |
সন্ধ্যেবেলায় মাঝেসাজে ধামসা মাদল নিয়ে ঝুমুর গানের চর্চার আসর বসে | গরম গরম ভাজা মুড়ি সঙ্গে পেঁয়াজ পাকোড়া | শীতকালে বনফায়ার সঙ্গে পাতাপোড়া চিকেন | সন্ধ্যেবেলাটা জমে যাবে একদম | রাতে পোড়া মাটির হাড়িতে টকটকে লাল মুরগির মাংস আর চালের রুটি।