এখনই শেয়ার করুন।

ভারতের বীর যোদ্ধাদের সাথে দেখা করলেন মোদি, দিলেন শুভেচ্ছা বার্তা বার্বাডোজ থেকে দিল্লি, এ বার মুম্বই। আজ দিনভর সেলিব্রেশন। দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সব মিলিয়ে ১১ বছর পর আইসিসি ট্রফি জয়। সকালেই দিল্লিতে পৌঁছেছে ভারতীয় দল। বৃষ্টি মাথায় সকাল সকালই দিল্লি বিমানবন্দরে রোহিত-বিরাট সহ চ্যাম্পিয়ন টিমকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হাজারো ক্রিকেটপ্রেমী।

দীর্ঘ ১৬ ঘণ্টার বিমানযাত্রা। যদিও সমর্থকদের নিরাশ করেননি রোহিতরা। ট্রফি উচিয়ে সেলিব্রেশন করেছেন, হোটেলে ফিরে ঢোলের তালে নাচ, কেক কাটা পর্ব শেষে পূর্বসূচি মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে যান চ্যাম্পিয়ন টিমের সদস্যরা। সঙ্গে ছিলেন বোর্ড সভাপতি তথা ১৯৮৩ বিশ্বজয়ী দলের অন্যতম নায়ক রজার বিনি ও বোর্ড সচিব জয় শাহ।কয়েক মাস আগের ঘটনা। দেশের মাটিতে বিশ্বকাপ। ওয়ান ডে ফরম্যাটে ২০১১ সালের পর ফের দেশের মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল ভারতের সামনে। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলেন রোহিতরা। যদিও ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার হয়। ভেঙে পড়া টিম ইন্ডিয়ার সদস্যদের পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের ড্রেসিংরুমে ঢুকে বুকে টেনে নেন মহম্মদ সামিদের। কথা বলেন রোহিত, বিরাটদের মতো সিনিয়র প্লেয়ারদের সঙ্গে। ভেঙে না পড়ার কথা বলেন। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্য়াম্পিয়ন হওয়ার পরই রোহিত-বিরাট, কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। জানিয়েছিলেন এক বুক ভালোবাসা।দিল্লি ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল ঠিক তখনই। শুধু অপেক্ষা ছিল তাঁদের দেশে ফেরার। তাই দেশে ফিরতেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে পৌঁছায় টিম ইন্ডিয়া। সেখানে দীর্ঘ সময় কথা হয় প্রধানমন্ত্রীর সঙ্গে। বিশ্বকাপ ট্রফি হাতে নেন প্রধানমন্ত্রী। কোচ রাহুল দ্রাবিড়, বিরাট, রোহিত এবং বিশ্বজয়ী টিমের সঙ্গে একসঙ্গে ছবিও তোলেন। আমেদাবাদের হতাশা কাটিয়ে টিমের মতো মোদীর মুখেও গর্বের হাসি দেখা যায় এদিন। দ্রাবিড়, রোহিত, বিরাটদের সঙ্গে কথা বলেন।

দেশকে গর্বিত করা বাকি সদস্যদের সঙ্গেও মজা করেন প্রধানমন্ত্রী। বেশ একটা খোলামেলা আলোচনা হয়। ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার সঙ্গেও কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।দিল্লি পর্ব শেষ। এ বার মুম্বই পাড়ি দিয়েছে ভারতীয় দল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠান রয়েছে। এরপর হুড খোলা বাসে পরিক্রমা করবে চ্যাম্পিয়ন টিম। সকলেই বিশ্বকাপ ট্রফি অনেক কাছ থেকে দেখার সুযোগ পাবেন আজকে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *