এখনই শেয়ার করুন।

শরিকদের সঙ্গে সরকার গঠন করতে চলেছে এনডিএ। জোট শরিকদের যে এবার মন্ত্রিত্বের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, তা নিয়ে জল্পনা ছিলই। রবিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল নতুন মন্ত্রীদের তালিকা।মোদীর মন্ত্রিসভায় কারা মন্ত্রী হচ্ছেন, দেখে নিন সেই পূর্ণাঙ্গ তালিকা

১. রাজনাথ সিং (বিজেপি)- উত্তর প্রদেশ২. অমিত শাহ (বিজেপি)- গুজরাট৩. লালন সিং (জেডিইউ)- বিহার৪. পীযূষ গোয়াল (বিজেপি)- মহারাষ্ট্র৫. প্রহ্লাদ জোশী (বিজেপি)- কর্নাটক৬. মনসুখ মাণ্ডব্য (বিজেপি)- কর্নাটক৭. জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (বিজেপি)- মধ্য প্রদেশ৮. সর্বানন্দ সোনোয়াল (বিজেপি)- অসম৯. নীতীন গড়করি (বিজেপি)- মহারাষ্ট্র১০. জুয়াল ওরাম (বিজেপি)- ওড়িশা১১. চিরাগ পাসওয়ান (এলজেপি)- বিহার১২. এসপি সিং বাঘেল (বিজেপি)- উত্তর প্রদেশ১৩. রামদাস আঠাওয়ালে (রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া)- মহারাষ্ট্র১৪. জয়ন্ত চৌধুরী (রাষ্ট্রীয় লোকদল)- উত্তর প্রদেশ১৫. শোভা করন্দলাজে (বিজেপি) কর্নাটক১৬. পঙ্কজ চৌধুরী (বিজেপি)- উত্তর প্রদেশ১৭. শ্রীপাদ নায়েক (বিজেপি)- গোয়া১৮. কিরণ রিজিজু (বিজেপি)- অরুণাচল প্রদেশ১৯. বিএল ভার্মা (বিজেপি)- উত্তর প্রদেশ২০. কমলেশ পাসোয়ান (বিজেপি)- উত্তর প্রদেশ২১. রবনীত সিং বিট্টু (বিজেপি)-পাঞ্জাব২২. রামনাথ ঠাকুর (জেডিইউ)- বিহার২৩. ডি কে অরুণা (বিজেপি)- তেলঙ্গানা২৪. এইচডি কুমারস্বামী (জেডিএস)- কর্নাটক২৫. এস জয়শঙ্কর (বিজেপি)- কর্নাটক২৬. নির্মলা সীতারমন (বিজেপি)- কর্নাটক২৭. ভূপেন্দ্র যাদব (বিজেপি)- রাজস্থান২৮. রাও ইন্দ্রজিৎ (বিজেপি)- গুরগাঁও২৯. গিরিরাজ সিং (বিজেপি)- বিহার৩০. ধর্মেন্দ্র প্রধান (বিজেপি)- ওড়িশা৩১. অর্জুন রাম মেঘওয়াল (বিজেপি)- রাজস্থান৩২. অন্নপূর্ণা দেবী (বিজেপি)- ঝাড়খণ্ড৩৩. কৃষ্ণ পাল গুর্জার (বিজেপি)- হরিয়ানা৩৪. মনোহরলাল খট্টর (বিজেপি)- হরিয়ানা৩৫. হরদীপ সিং পুরী (বিজেপি)- উত্তর প্রদেশ৩৬. অশ্বিনী বৈষ্ণব (বিজেপি)- ওড়িশা৩৭. পবিত্র মার্গারিটা (বিজেপি)- ওড়িশা৩৮. নিত্যানন্দ রাই (বিজেপি)- বিহার৩৯. সুকান্ত মজুমদার (বিজেপি)- পশ্চিমবঙ্গ৪০. অনুপ্রিয়া পটেল- (আপনা দল)- উত্তর প্রদেশ৪১. সিআর পাটিল (বিজেপি)- গুজরাট৪২. এল মুরুগান (বিজেপি)- কর্নাটক৪৩. জিতিন প্রসাদ (বিজেপি)- উত্তর প্রদেশ৪৪. জিতেন্দ্র সিং (বিজেপি)- জম্মু৪৫. রাম মোহন নাইডু (টিডিপি)- অন্ধ্রপ্রদেশ৪৬. বান্দি সঞ্জয় (বিজেপি)- তেলঙ্গানা৪৭. শ্রীনিবাস ভার্মা (বিজেপি)- অন্ধ্রপ্রদেশ৪৮. শিবরাজ চৌহান (বিজেপি)- মধ্যপ্রদেশ৪৯. পি. চন্দ্রশেখর (টিডিপি)- অন্ধ্রপ্রদেশ৫০. হর্ষ মালহোত্রা (বিজেপি)- দিল্লি৫১. সঞ্জয় শেঠ-বিজেপি-ঝাড়খণ্ড৫২. রক্ষা খড়সে (বিজেপি)- মহারাষ্ট্র৫৩. পিসি মোহন (বিজেপি)- কর্নাটক৫৪. জিতন রাম মাজি (হাম)- বিহার৫৫. সতীশ দুবে (বিজেপি)- বিহার৫৬. রাজভূষণ নিষাদ (বিজেপি)- বিহার৫৭. বি সোমান্না (বিজেপি)- কর্নাটক৫৮. বীরেন্দ্র খটিক (বিজেপি)- মধ্যপ্রদেশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *