এখনই শেয়ার করুন।

Mumbai-bound Lokmanya Tilak Express derailed in Assam, many passengers injured

সংবাদ জনকণ্ঠ নিউজ ডেস্ক: অসমের দিবালং স্টেশনের কাছে মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে বড় দুর্ঘটনার শিকার হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩:৫৫ নাগাদ, ট্রেনটির আটটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। রেলসূত্রে খবর, ট্রেনটি আগরতলা থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল।উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সিপিআরও জানিয়েছেন, ইঞ্জিন ও পাওয়ার কার সহ মোট ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে লুমডিং-বদরপুর হিল সেকশনে।

কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার পরপরই উদ্ধারকারী ট্রেন ও রেলের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।আহত যাত্রীদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লুমডিং-বদরপুর সেকশনে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

যাত্রীদের জন্য রেলের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে—03674 263120 ও 03674 263126।অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্স হ্যান্ডেলে দুর্ঘটনার বিষয়ে তথ্য শেয়ার করেছেন এবং উদ্ধারকার্য সম্পর্কে জানিয়েছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *