Another train accident on Ashtami: Mysore-Dwarbhanga Bagmati Express collided head-on with a freight train
সংবাদ জনকণ্ঠ ডেস্ক: অষ্টমীর দিন চেন্নাইয়ের কাছে কাভারাইপেট্টাই স্টেশনের কাছে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। মহীশূর-দ্বারভাঙা বাগমতি এক্সপ্রেসের সঙ্গে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এক্সপ্রেস ট্রেনটি অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছিল, কিন্তু সিগন্যাল সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক রিপোর্টে জানা গেছে।দুর্ঘটনায় দুটি বগিতে আগুন লেগে যায় এবং ৫টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাটি ঘটে তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার কাভারাইপেট্টাই স্টেশনের কাছে। সন্ধে ৭:৪৪ মিনিটে পেরাম্বুর থেকে ছাড়া ট্রেনটি রাত ৮:২৭ নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়।
এক্সপ্রেস ট্রেনটি অত্যন্ত দ্রুতগতিতে থাকায় ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে ট্রেনটি লাইনচ্যুত হয়।যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, কোনও প্রাণহানির খবর মেলেনি, তবে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এসি কামরাগুলোর মধ্যে একটি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। রেল কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজ শুরু করেছে।
রেল দুর্ঘটনার ফলে চেন্নাই সেন্ট্রাল থেকে দিল্লিগামী তামিলনাড়ু এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।চেন্নাই ডিভিশনের পক্ষ থেকে
দুটি হেল্পলাইন নম্বর প্রদান করা হয়েছে:04425354151
04424354995
অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।