এখনই শেয়ার করুন।

The people of the village are enjoying Uma’s happiness in spite of all the sorrows

ডেস্ক: বন্যার জলে বিধ্বস্ত গ্রামের মানুষ, সবজি বাগান, ধানের খেত নষ্ট, এলাকায় হাহাকার , সেখানে দুঃখের মাঝে একটু আনন্দে মেতে উঠেছে গ্রামের মানুষজন । শুধুমাত্র মা দুর্গা পূজার আরাধনা কে কেন্দ্র করে । নব প্রভাত সংঘের পরিচালনায় শশাপোতা পূর্ব মহিলা সার্বজনীন দুর্গউৎসব সমিতির উদ্যোগে দুর্গা পুজো।

যে পুজোটি ১৯ বছরে পদার্পন করলো।খানাকুল থানার প্রত্যন্ত গ্রাম শশাপোতা যে পথ অতি দুর্গম, সেই শশাপোতা পূর্ব মহিলা সার্বজনীন দুর্গাউৎসব সমিতির পুজো মণ্ডপে উপস্থিত হন বিশেষ অতিথি হিসেবে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান, মহিলা পরিচালিত পুজো কমিটির সদস্যরা খুব ই খুশি হয়েছে মহিলাদের ডাকে পুলিশের সাড়া পেয়ে , এমন একটি গ্রাম যে গ্রামে পৌঁছাতে গেলে এই ডিজিটাল যুগে অনেক কষ্ট সাধ্য করতে হয়।এর পর বিশেষ অতিথিকে বরণ করা হয়।

এরপর শুরু হয় পুজোর শুভ আরম্ভ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা ছিলো এই দুর্গাপুজো মণ্ডপে, মহিলা কমিটি ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *