Leaving aside politics, the state government should sincerely seek the improvement of Ghatal’ – Hiran.
সংবাদ জনকণ্ঠ ডেস্ক: দলীয় কাজে চেন্নাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরনময় চট্টোপাধ্যায় একাধিক বিষয় নিয়ে রাজ্যকে কাঠগোড়ায় এনে তোপ দাগলেন।
প্রসঙ্গত,গতকাল আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে যাদবপুরে কাশ্মীর আজাদী স্লোগান ওঠে। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধায়ক হিরনময় চট্টোপাধ্যায় রাজ্যের শাসকদলকে জড়িয়ে বলেন, “টুকরো টুকরো দলের সদস্য তৃণমূল। এরা ভারতবর্ষকে টুকরো টুকরো করার চেষ্টা করছে, আর আমরা জোড়া লাগানোর চেষ্টা করছি।”পাশাপাশি এদিন ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি ঘাটালের সাংসদ দেবকে আক্রমণ করে তিনি বলেন, “আমরা গেলাম, এলাম, দেখলাম এতে ঘাটালের উন্নতি হবে না। ঘাটালের উন্নতি করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের মন থেকে চাইতে হবে। গত ২০২২ সালে কেন্দ্রীয় সরকার ঘাটাল প্ল্যানের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছিল, কিন্তু এরা করেনি। ২৫শে মে তৃণমূল সাংসদ বিজয় উৎসব বের করে গোটা এলাকা ঘুরেছিলেন, আর তারপর ৪ মাস পর এসে চাল ডাল দিয়ে গেল, এখন ঘুমাও, আবার পাঁচ বছর পরে তিনি আসবেন।”
বন্যা নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে যোগাযোগ না করার মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে হিরণ বলেন, “ত্রাণ চুরি করে নেয় বলে সাধারণ মানুষ বঞ্চিত। উনি এ কথা ঠিকই বলেছেন।”এই মন্তব্যের মাধ্যমে খড়গপুরের বিজেপি বিধায়ক পরিস্থিতির গুরুত্ব ও রাজনীতির দ্বন্দ্ব উভয় বিষয় নিয়ে এদিন তীক্ষ্ণ কটাক্ষ শানালেন।