এখনই শেয়ার করুন।

The chief minister’s warning is the essence! The price of potatoes is eye-watering in the market.

সংবাদ জনকণ্ঠ ডেস্ক: চরচড়িয়ে বাড়ছে আলুর দাম। মাঝে আলুর দামে কিছুটা রাস পরলেও আবারো ঊর্ধ্বমুখী আলুর মূল্য। এদিকে আলু ও অন্যান্য সবজির দাম কমাতে আবারো টাস্ক ফোর্সের আধিকারিকরা পৌঁছে গেলেন বাজারে বাজারে। মাস দুয়েক আগেও আলু থেকে ঢেঁড়স ছিল মহার্ঘ। লাগাতার টাস্ক ফোর্সের অভিযান মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কিছুটা নিয়ন্ত্রণে আসে দাম।

কিন্তু তারপর থেকে আর হয়নি অভিযান। শুক্রবার সকাল থেকে কলকাতার যদু বাবু মার্কেট মধ্য হাওড়ার কালী বাবু বাজারে পৌঁছে গেলেন আধিকারিকরা। ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা স্থানীয় থানাকে বিশেষ নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন। আলু নিয়ে জট কেটেছে। তারপরেও, কেন ব্যবসায়ীরা এত দাম নিচ্ছেন? তবে কি প্রশাসনের নজর উঠে যেতেই আবার বাজারে গাজোয়ারি শুরু করেছেন তারা? বাজার করতে আসা ক্রেতাদের অভিযোগ, শুধু শহর নয় শহরতলী এমনকি গ্রামের বাজারেও এমন কাণ্ড ঘটাচ্ছেন বিক্রেতারা। ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে কিনতে হচ্ছে আলু।

রসুন আদা, অন্যান্য আনাজ এর দাম বেড়ে গিয়েছে। পাইকারি বাজারের সঙ্গে সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীরা নাম ঠিক করুক। নইলে বাজারে আসা বন্ধ হয়ে যাবে অনির্দিষ্টকালের জন্য। কিন্তু প্রশ্ন হল নিয়ম করে সবজি বাজারে অভিযান চালালেও অন্যায্য দামের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। আলুর গন্ডী সেঞ্চুরি ছাড়াবে, আশঙ্কা করছেন ক্রেতারা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *