গুরুতর অসুস্থ মুকুল রায়,সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ভর্তি করা হল হাসপাতালে। দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন মুকুল রায়। কদিন আগেই তাঁকে দেখতে তাঁর বাড়িতে গিয়েছিল অধীর চৌধুরী। মুকুলের বাড়িতে তাঁকে দেখতে গিয়েছিলেন অর্জুন সিংহও।
গুরুতর অসুস্থ মুকুল রায়, অ্যাপোলো হাসপাতালে ভর্তি। সংজ্ঞাহীন অবস্থায় কাঁচরাপাড়ার বাড়ি থেকে আনা হল হাসপাতালে। কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা? তাঁর পুত্র শুভ্রাংশু রায় জানান, সন্ধ্যা নাগাদ বাড়িতে শৌচাগারে যাওয়ার সময় পড়ে গিয়ে এই বিপত্তি ঘটে,মাথায় চোট পেয়েছেন মুকুল। তারপর থেকেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি।
তারপর পরপর ২ বার বমি করেন। তারপর সেন্স চলে যায়। ” ঘটনার পরেই তড়িঘড়ি কাঁচরাপাড়ার বাড়ি থেকে তাঁকে কলকাতার আপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।