এখনই শেয়ার করুন।

বড় নির্দেশ হাইকোর্টের বাড়ছে জ্বালানি তেলের দাম। গাড়ি কিনলেও ভয়ে রাস্তায় বার করছেন না আমজনতা। আর এই বহুমূল্য পেট্রোল ডিজেল নিয়েও কারচুপি চলছে বাংলায়। বাংলার ৩ জেলায় পেট্রোল ডিজেল নিয়ে চরম দুর্নীতি চলছে।

আর এই দুর্নীতি নিয়ে এবার পথে নামলে কলকাতা হাইকোর্ট। গাড়িতে তেল ভরার আগে জেনে নিন সেই নির্দেশ। পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে চলছে কাটা তেলের ব্যবসা। কিন্তু কি এই কাটা তেলের ব্যবসা। পেট্রোল পাম্প ছাড়া অন্যান্য আন অথরাইজড দোকানে বোতল করে ডিজেল পেট্রোল বিক্রি করাকে বলা হয় কাটা তেলের ব্যবসা। তবে তাতে যে শুধুই পেট্রোল ডিজেল থাকে এমনটা নয় নানান রকম মিশ্রণ মিশিয়ে তেলের গুন কমিয়ে একই দাম নিয়ে বিক্রি করা হয়। ঝাড়্গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে এমন বহু দোকানদার রয়েছেন যারা এভাবেই কারচুপি করে বিক্রি করছেন তেল। এই ঘটনায় হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয় তারপরেই নড়েচড়ে বসে আদালত।

এই অবৈধ ব্যবসা বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সময় বেঁধে দেওয়া হয়েছে ছয় সপ্তাহ তার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের ধারে এমন হাজারো দোকান রয়েছে যেখানে বিক্রি করা হচ্ছে তেল। যারা এই তেল ভরছেন তাদের গাড়ির ক্ষতি হচ্ছে।

যদিও রাজ্যের তরফে পাল্টা দাঁড়ানো হয় বিভিন্ন দুর্গম এলাকায় পেট্রোল পাম্প নেই তাই সেখানে এভাবেই তেল বিক্রি করা হয়। এই ধরনের বিচ্ছিন্ন মামলা জনহিতকর নয় বলেও সাফাই রাজ্যের।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed