সংবাদ জনকণ্ঠ নিউজ ডেস্ক: বৃষ্টি ভেজা দিনেও রোদ উঠবে আকাশে এমনটাই আশা আরজিকরের নিহত তরুণী চিকিৎসকের বন্ধু এবং সতীর্থদের। ৯ই আগস্ট দুপুরে আরজি করে তরুণী চিকিৎসকের দেহ মেলে সেমিনার হলে। বিচারের দাবিতে এক মাস পর সুপ্রিম কোর্টে আজ এই আরজিকর মামলার শুনানি। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছেন বাদী এবং বিবাদী পক্ষের আইনজীবীরা। আর জি কর হাসপাতালের একেবারে সম্মুখভাগে বড় এলসিডি স্ক্রিন টাঙানো হয়েছে।
সেখানেই কি শুনানি হয় তা দেখার অপেক্ষায় রয়েছেন আর জি করের শিক্ষক থেকে পড়ুয়ারা। গতকাল গোটা দেশজুড়ে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। বিচারের আশায় প্রহর গুনছেন সকলে। তার মাঝেই নির্যাতিতার ছবিতে ফুলমালা দিয়ে মোমবাতি জ্বালিয়ে তাকে স্মরণ করলেন সতীর্থরা। কান্নায় ভেঙে পড়লেন তার সহকর্মীরা। সাদা ফুল দিয়ে সাজানো হয়েছে নির্যাতিতার ছবির চারিদিক।
দাবি উঠেছে, তোমার স্বর আমার শর জাস্টিস ফর আর জি কর। এবার আর জাস্টিস ওয়ান্ট নয় বরং ডিমান্ড করেছেন জাস্টিসের তারা। পড়ুয়া চিকিৎসক থেকে শিক্ষকরা সকলেই আশাবাদী অবশেষে হয়তো সুবিচার হবে।