BJP leaders protested in front of Kultali police station demanding justice for the victim.
সংবাদ জনকণ্ঠ ডেস্ক: কুলতলীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদে কুলতলী থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।জয়নগরে ঘটে যাওয়া এই ঘটনায় আবারো বাংলার রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
কুলতলী থানার সামনে থানা ঘেরাও করে বিজেপি নেতারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতিতার সুবিচারের দাবিতে স্লোগান দেন।সুকান্ত মজুমদার অভিযোগ করেন, বাংলার মহিলাদের সুরক্ষা দিতে পুলিশ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।
ছাত্রী নিখোঁজের ঘটনার পর পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, যা পুলিশি নিষ্ক্রিয়তার প্রকাশ।বিজেপির কর্মী সমর্থকদের ডাকে সাড়া দিয়ে কুলতলী থানার সামনে অবস্থান বিক্ষোভে যোগ দেন সুকান্ত মজুমদার। নেতারা দাবি করেন, সরকারকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।