এখনই শেয়ার করুন।

অসুস্থ শরীর সুস্থ করতে কিংবা নানান রকম শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে বিশেষত দরিদ্র শ্রেণীর মানুষের প্রধান ঠিকানা হয় সরকারি হাসপাতাল। বিভিন্ন গ্রামে গঞ্জে কিংবা মফস্বলে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় কলকাতার নানান হাসপাতালে। কলকাতার যে হাসপাতাল গুলি একাধিক রোগী মুক্তির কেন্দ্র হয়ে উঠেছে সেখানেই চলছে দালাল চক্র। রীতিমতো অর্থের বিনিময়ে সক্রিয় হয়েছে এই দালাল চক্র।

যারা দূরদূরান্ত থেকে আসা রোগীদেরকে ভিখারি বানিয়ে ছাড়ছেন। এই দালাল চক্রের বিরুদ্ধে অনেক দিন ধরেই অভিযোগ পেয়ে অভিযানে নেমেছে কলকাতা লালবাজারের গোয়েন্দা দমন শাখা। গোয়েন্দা কেমন শাখার আধিকারিকরা সাদা পোশাকে অভিযান চালায় শহরের দুই বড় হাসপাতালে। কলকাতা মেডিকেল কলেজ এবং এসএসকেএম হাসপাতালে চলে এই অভিযান।

সরকারি হাসপাতাল গুলিতে এভাবে ব্যাঙের ছাতার মতন অনেক দালাল চক্র গজিয়ে উঠেছে বলে আগেই খবর এসেছিল সেই মতো অভিযান চালায় গোয়েন্দা দমন শাখা। অভিযান চালিয়ে মেডিকেল কলেজ থেকে দুজন অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে এই দুই অ্যাম্বুলেন্স চালক রোগীদের পরিজনের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নাম করে টাকা নিতো আবার রোগী ভর্তি নাম করেও মোটা টাকা নিয়েছিল।

এই দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। এসএসকেএম হাসপাতাল থেকেও তিনজনকে গ্রেপ্তার করা হয়। মুখ্যমন্ত্রীর সাধের এই হাসপাতালে দীর্ঘদিন ধরে প্রসূতি এবং গুরুতর অসুস্থ রোগীদের কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালের ভিতরে এবং বাইরে দুই দিকেই সক্রিয় রয়েছে দালাল চক্র। এই ধরনের অভিযান লাগাতার চলবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *