এখনই শেয়ার করুন।

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ ২৪ পরগনা: যাদের মাথার উপরে নেই পাকা ছাদ তাদের দেওয়া হয় আবাস যোজনা ঘর। কিন্তু সার্ভে করতে গিয়ে চক্ষু চড়ক গাছ প্রশাসনিক আধিকারিকদের। চারতলা বাড়ির মালিক পাচ্ছেন সরকারি বাড়ি, কিংবা সরকারি দপ্তরের ইঞ্জিনিয়ারের নাম এসেছে বাড়ির তালিকায়। অন্যদিকে খড় টিন কিংবা ত্রিপলের চাল টাঙ্গানো বাড়ির মানুষগুলোর নাম আসেনি এই তালিকায়। চরম কারচুপি এবং দুর্নীতির অভিযোগ উঠে এসেছে বাংলা আবাস যোজনা নিয়ে। এবার বিকলাঙ্গ দম্পতির আবাসনের যোজনার টাকা তুলে অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। দিনের পর দিন দুর্নীতির অভিযোগ দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘী বিধানসভার নরেন্দ্রপুর এলাকায়।

আরটিআই করলে বেরিয়ে আসে আসল সত্যি। ভাঙা বাড়িতে থাকা এক প্রতিবন্ধী দম্পতির ছেলের বিপ্লব বৈদ্ব্যের নামে আসে আবাস যোজনার টাকা। কিন্তু আবাস যোজনার সেই টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রাক্তন প্রধানের ঘনিষ্ঠ অনুগামী সিরাজুল মোল্লার বিরুদ্ধে। শুধু তাই নয় আবাস যোজনায় আরেক প্রাপক মধুসূদন মন্ডলর টাকা তুলে নিয়েছেন তিনি বলে অভিযোগ।

পেশায় পরিযায়ী শ্রমিক দিলীপের দাবি তার বাবা-মা দুজনেই প্রতিবন্ধী। তারা দীর্ঘদিন ভাঙ্গা বাড়িতে আতঙ্কের সঙ্গে বাস করেন। কিন্তু তাদের বাড়ির নামে টাকা আসলেও সেই টাকা আত্মসাৎ করেছেন প্রাক্তন প্রধানের প্রতিনিধি। আইনের কাছে হাত পা তাদের বাঁধা তাইতো কান্নায় ভেঙে পড়েছেন সংবাদমাধ্যমের সামনে। ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক এই দাবিতে সড়ব হয়েছেন তারা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *