বাবলু বন্দ্যোপাধ্যায়,তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে ‘কোলা ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন শুরু হল শুক্রবার বর্ণময় প্রভাতফেরীর মাধ্যমে। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অর্ধবয়ব মূর্তি উদ্বোধন করেন অশীতিপর শিক্ষক মহাদেব সেনগুপ্ত। জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের সূচনা করেন এই বিদ্যালয়ের প্রাক্তনী তথা রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জী, উদযাপন কমিটির সভাপতি গৌর মোহন দাসঠাকুর সহ বহু জনপ্রতিনিধি, পদাধিকারী প্রমুখ ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, এই কোলা গ্রামের নাম থেকেই কালক্রমে এলাকার নাম হয়েছে কোলাঘাট।
অনুষ্ঠানের সূচনায় এদিন প্রভাতফেরীতে অংশ নেন প্রাক্তন বর্তমান ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষানুরাগী থেকে সর্বস্তরের মানুষজন। রবিবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে বলে জানা গেছে।