বাবলু বন্দ্যোপাধ্যায় ,তমলুক:প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সামাজিক প্রেক্ষাপটে শিক্ষার মূল্যায়ন জরুরি হয়ে পড়েছে এমনই অভিমত শিক্ষানুরাগী ব্যক্তিদের। রবিবার ড্রিম কোয়েস্ট পাবলিক স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে উপস্থিত শিক্ষাবিদ থেকে শুরু করে এলাকার গুণীজনদের অভিমত শিক্ষার মান উন্নয়নের দিকটিকে সামনে রেখেই আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ে ওঠে কিন্তু বর্তমান সময়ে ভাবনার বিষয় এসে পড়েছে বর্তমান শিক্ষা পাঠের মধ্য দিয়ে আগামী দিনের ছাত্র-ছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ডিরেক্টর অভিজিৎ সামন্ত, প্রিন্সিপাল সুকুমার মাইতি, সভাপতি সুশান্ত সামন্ত, সম্পাদিকা কৃষ্ণা খাঁড়া, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক অভিজিৎ চক্রবর্তী, রঘুনাথপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক বোস, আতিয়ার রহমান, আশীষ থান্ডার, তপন কুমার দলপতি প্রভাত খাঁড়া সহ এলাকার বিশিষ্টজনেরা। সঞ্চালনায় ছিলেন চন্দন চক্রবর্তী ও কাজল পান্ডা।