Brahmin Samaj protests over RG tax issue, march from Vishwabangla Park to New Digha.
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: আরজি কর ইস্যুতে ব্রাহ্মণ সমাজের ক্ষোভের সুর উঠেছে। পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে বিশ্ববাংলা পার্ক থেকে নিউ দিঘা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
হাতে কুমন্ডলী ও ঘণ্টা নিয়ে ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা এই মিছিলে অংশগ্রহণ করেছেন।নিউ দিঘার আদি জগন্নাথ মন্দিরে প্রায় এক হাজার পুরোহিত নির্যাতিতা ডাক্তারের শান্তি কামনা করে সমুদ্রে আরতি করেছেন। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য কমিটির সভাপতি শ্রী কিশোরীচরণ মিশ্র, রাজ্য কমিটির সম্পাদক শ্রী তপন কুমার মিশ্র সহ অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।