তারক হরি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ট্যাবাগেড়িয়া-ডেবরা রাজ্য সড়কের ঝাঁপাপোল সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দু’জনের, আর গুরুতর আহত হন একজন।মৃতদের মধ্যে একজনের নাম সামসাদ খাতুন, বয়স ১৮, রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা, এবং অন্যজন নাসির আলী, তার বয়স ২১, সে রাইপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাসির নামে ওই যুবক বাইক নিয়ে দুই যুবতীকে পিছনে বসিয়ে ডেবরা-ট্যাবাগেড়িয়া রাজ্য সড়ক ধরে যাচ্ছিলেন। হঠাৎই ঝাঁপাপোল সংলগ্ন এলাকায় তাদের সঙ্গে যাত্রীবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।এ ঘটনায় বাইক থেকে তিনজনই ছিটকে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসের সামনের অংশ ও মোটরবাইকের অবস্থা দুমড়ে মুচড়ে যায়।দুর্ঘটনর পরেই স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। এবং অপর এক যুবতীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।ডেবরা থানার পুলিশ ইতিমধ্যে বাস এবং বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, দুটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে থাকার ফলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।