তারক হরি, পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত যামনা বাজার এলাকায় ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়। ভারী মালবাহী গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে এদিন সংগঠনের সদস্যরা প্রায় আধঘণ্টা রাস্তার উপর বসে বিক্ষোভ দেখান।সংগঠনের অভিযোগ, ভারী গাড়ি চলাচল বন্ধ থাকায় ব্যবসায়িক মহল চরম সমস্যায় পড়েছে। বহু মালপত্র নির্দিষ্ট স্থানে পৌঁছাতে দেরি হচ্ছে এবং চালকদের ঘুরপথে যেতে বাধ্য করা হচ্ছে, যার ফলে চালক ও মালিক—দুই পক্ষেরই বড়সড় আর্থিক ক্ষতি হচ্ছে।
এদিনের প্রতিবাদে যামনা বাজার সংলগ্ন রাস্তা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পিংলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনায় বসে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।তবে স্পষ্ট জানিয়ে দেন, ডি এম সাহেবের নির্দেশ অনুযায়ী প্রায় দুমাস ধরে রাস্তা খারাপের অজুহাত দেখিয়ে, ১৪ চাকা ১৬ চাকা বড় মালবাহী গাড়ি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ফলে আমরা চরম বিপাকে পড়েছি, যদি রাস্তা খারাপ হয়েই থাকে তবে তা দেখার দায়িত্ব সরকারের। বেশ কিছুদিনে আগে একটা দুর্ঘটনা কে কেন্দ্র করে রাস্তা বন্ধের নির্দেশ দেওয়া হয়,আমরা বিপাকে পড়েছি। এর দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারী দিয়েছেন তাঁরা।