নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আসন্ন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে ভোট কর্মীদের বিভিন্ন দাবি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করার লক্ষ্যে ডেপুটেশন দিল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। এদিন ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা। প্রতিনিধি দলে ছিলেন জেলা সভাপতি সায়ন্তন অগস্তি, সহ-সভাপতি তুহিন শুভ্র ত্রিপাঠি, প্রফুল্ল রায় বসুনীয়া, স্নেহাংশু লাল এবং কালীপদ রাণা।
ডেপুটেশন গ্রহণ করেন রিটার্নিং অফিসার এবং মেদিনীপুর সদর মহকুমার শাসক মধুমিতা মুখার্জি। ভোট কর্মীদের সুষ্ঠু পরিবেশ এবং কাজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের এই সদস্যরা নির্বাচনী পরিবেশ সুরক্ষিত এবং শান্তিপূর্ণ রাখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।প্রতিনিধি দল তাদের বক্তব্যে স্পষ্ট করে জানায় যে, ভোট কর্মীদের কাজের ক্ষেত্রে পর্যাপ্ত সুরক্ষা এবং সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। ডেপুটেশনে বলা হয় যে ভোটের কাজে নিয়োজিত সকল কর্মীর সুরক্ষা যেনো নিশ্চিত থাকে এবং কোনো প্রকার অনিয়ম না ঘটে। এছাড়াও অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের জোরালো ভূমিকার দাবি জানান তারা।