এখনই শেয়ার করুন।

সুমন পাত্র, পশ্চিম মেদিনীপুর :- ভরা দুর্নীতির বাজারে টিউশন পড়িয়ে জীবিকা নির্বাহ করেন গড়বেতা দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে। এক বাক্যে মানছেন সকলে গর্ব গোয়ালতোড় জুড়ে। বিরোধীদের বারবার অভিযোগ তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি। তৃণমূল কংগ্রেসের উচ্চপদস্থ নেতা নেত্রীদের কেউ দুর্নীতির দায়ী জেল খেটেছেন কেউ এখনো দুর্নীতির দায়ে জেলে রয়েছেন। তৃণমূল কংগ্রেসের মধ্য বর্গীয় ও নিম্নবর্গীয় নেতা-নেত্রীদের বিরুদ্ধেও উঠেছে বারবার দুর্নীতির অভিযোগ।

এই রকম এক পরিস্থিতিতে দাঁড়িয়ে উল্টো ছবি ধরা পড়ল গড়বেতা দু নম্বর ব্লকে। গড়বেতা দু নম্বর ব্লকের সভাপতি দীনবন্ধু দে এখনও ছোট ছোট ছাত্র ছাত্রীদের টিউশন পড়িয়ে জীবিকা নির্বাহ করেন সরকারি গাড়ি ছেড়ে নিজের বাইকেই দিব্যি যাতায়াত করছেন। অপরদিকে যখন অনেকেই প্রশাসনের দরজায় গিয়ে নিজের কাজ করে উঠতে পারেন না তখন গড়বেতা দু’নম্বর ব্লকের বাইরে সকল আধিকারিক কর্মীদের ফোন নম্বর থেকে শুরু করে সমস্ত বিস্তারিত তথ্য বড় বড় করে লিখে দিয়েছে গড়বেতা দু’নম্বর ব্লকের প্রশাসন।

দীনবন্ধু বাবুর কাছে গিয়ে খালি হাতে ফিরে এসেছেন এরকম নজির প্রায় নেই বললেই চলে। তার কাছে আগত মাকলি গ্রাম পঞ্চায়েতের রাজেশ পাল জানাচ্ছেন আমাদের মাকলি থেকে পাথর পাড়া যাবার পথে একটি কালভার্ট পড়ে, যেটি বর্ষায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। আমরা লিখিতভাবে দীনবন্ধু বাবুকে জানিয়েছি। উনি বিষয়টা দ্রুততার সাথে দেখবেন বলে জানিয়েছেন। অপরদিকে গোহালডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রেবতী সরেনের রেশন কার্ড ছিল না। আধার কার্ড খতিয়ে দেখে দীনবন্ধু বাবুর সহযোগিতায় রেশন কার্ড পেয়েছেন রেবতী দেবী। সারবত গ্রাম পঞ্চায়েতের একাদশ শ্রেণীর ছাত্রী বর্ষা পাল হাতে পেয়েছেন কাস্ট সার্টিফিকেট। সংবাদ মাধ্যমের কাছে বর্ষা জানিয়েছে, এবার তিনি স্কলারশিপে আবেদন করতে পারছিলেন না শুধুমাত্র কাস্ট সার্টিফিকেট এর অভাবে। তার অনেকটাই সুরাহা হলো। দীনবন্ধু বাবুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারেননি রাজ্যের তাবড় বিরোধী দলগুলিও।

বিরোধীদের তরফে অভিযোগ করে জানানো হয়েছে দীনবন্ধু বাবু এত কর্মকুশলী হলে এখনও গ্রামীণ রাস্তাঘাট এত খারাপ কেন উত্তর এসেছে শাসক দলের তরফে জানানো হয়েছে ধীরে ধীরে উন্নতি হচ্ছে উন্নয়ন চলছে একদিনে তো সব সম্ভব নয়। কিন্তু মূল টপিক থেকে বেরিয়ে বিরোধীরা অভিযোগ করলেও দীনবন্ধু বাবুকে দুর্নীতির অভিযোগে বিদ্ধ করতে পারেন নি কোন বিরোধী দলই। তার এই উজ্জ্বল স্বচ্ছ ভাব মূর্তির গর্বে গর্বিত গড়বেতা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস।দীনবন্ধু বাবুর হাত ধরে সেজে উঠছে গড়বেতা দু’নম্বর ব্লকের রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামীণ আর্থ সামাজিক উন্নয়ন। জাতিগত শংসাপত্র থেকে রেশন কার্ড, ঢালাই রাস্তা থেকে গ্রামের পাকার ড্রেন। প্রয়োজনীয়তার নিরিখে তার কাছে অভিযোগ জানিয়ে কাজ হয়নি এমন অভিযোগ নেই বললেই চলে। দুর্নীতির বহু দূরে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছাকাছি এসে তাদের প্রশাসনিক কাজে সহযোগিতা করা ও তার সহজ সরল জীবন যাপন এই দুর্নীতির ভরা বাজারে এক উজ্জ্বল দৃষ্টান্ত।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *