নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের নন্দবাড়ী এলাকায় সোমবার সকালে কাঁসাই নদী থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গত চার দিন আগে ওই বৃদ্ধ নিখোঁজ হন। পরিবার ও স্থানীয়রা হন্যে হয়ে খোঁজ করলেও এতদিন তাঁর কোনও সন্ধান মেলেনি।মৃতের পরিবার প্রাথমিকভাবে দেহটি নারায়ণ পাল নামে এক বৃদ্ধের বলে সনাক্ত করেছেন। এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার খবর পেয়ে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দেহটি কীভাবে নদীতে পৌঁছল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।স্থানীয়দের মতে, এটি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে অনুমান করছে পুলিশ।