General strike of SUCI! Tension in West Medinipur.
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরে শনিবার চিকিৎসকদের ধর্মঘট ও SUCI-র সাধারণ ধর্মঘটের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। শনিবার রাত ১২টা থেকে আগামী রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে। আরজি কর হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে, SUCI-র সাধারণ ধর্মঘটের প্রভাবে মেদিনীপুর-খড়্গপুরসহ প্রায় গোটা রাজ্যে ব্যাপক প্রভাব পড়েছে।
যদিও সরকারি বাস চলাচল করছে, বেসরকারি বাস পরিষেবা প্রায় স্তব্ধ। তবে সরকারি নির্দেশিকার জেরে অফিস-আদালত, স্কুল-কলেজে উপস্থিতি ভালোই।জেলা শহরের কালেক্টরেট এলাকায় পুলিশ ও SUCI কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি বেসরকারি বাসের চালকের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাধে। পুলিশ বেশ কয়েকজন SUCI কর্মীকে গ্রেপ্তার করেছে।