নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: খড়্গপুর ও মেদিনীপুরের সংযোগস্থলে মোহনপুর ব্রিজে সোমবার মধ্যরাতে স্টেট বাস ও পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন পিকাপ ভ্যানের চালক। সামান্য চোট পেয়েছেন ভ্যানে থাকা খালাসী। দুর্ঘটনার জেরে ব্রিজে ঘণ্টাখানেকের জন্য তীব্র যানজটের সৃষ্টি হয়।জানা গেছে, খড়্গপুর থেকে মেদিনীপুরের দিকে আসছিল স্টেট বাসটি। বিপরীত দিক থেকে তীব্র গতিতে আসছিল পিকাপ ভ্যানটি। ব্রিজের মাঝখানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি বাসের সাথে সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালকের অসতর্কতাই দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনার খবর পেয়েই কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহত চালক ও খালাসীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিকাপ ভ্যানের চালক খড়্গপুর শহরের ইন্দা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, মোহনপুর ব্রিজে প্রায়ই যানবাহনের দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটে। ব্রিজের যানবাহন নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।