নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: খড়গপুরের পুরপ্রধান কল্যাণী ঘোষের বাসভবনে শুক্রবার রাতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। জানা গেছে, রাত ১০টা নাগাদ মহম্মদ ইশান নামে ওই যুবক ৭ নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুর এলাকায় পুরপ্রধানের বাড়িতে পৌঁছায়।অভিযোগ, একটি জাতিগত শংসাপত্রে সই করার জন্য যুবকটি পুরপ্রধানের উপর চাপ সৃষ্টি করতে থাকে।
পুরপ্রধান তাঁকে শনিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে আসার পরামর্শ দেন। কিন্তু যুবক কোনোভাবেই তা মেনে না নিয়ে সই করার জন্য জোর করতে থাকে এবং চিৎকার শুরু করে।পুরপ্রধান পরিস্থিতি সামলাতে বাড়ির ভেতরে ঢুকে গেলে যুবকটি অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে বলে অভিযোগ। এরপর পুরপ্রধানের আত্মীয়রা খড়গপুর টাউন থানায় খবর দেয়।ঘটনার খবর পেয়ে পুলিশ পুরপ্রধানের বাড়িতে পৌঁছায় এবং অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে তৃণমূলের নেতা ও কর্মীরা থানায় উপস্থিত হন। পুরপ্রধান কল্যাণী ঘোষ নিজেও থানায় পৌঁছে অভিযোগ দায়েরের উদ্যোগ নেন।এই ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।