এখনই শেয়ার করুন।

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: রাত পোহালেই মেদিনীপুর বিধানসভার উপ নির্বাচন। নির্বাচনী কাজে নিযুক্ত ভোট কর্মীরা মেদিনীপুর কলেজের DCRC সেন্টারের থেকে নির্বাচনী কাজে ব্যবহৃত প্রয়োজনীয় কাগজপত্র ইভিএম মেশিন ও ব্যালট বক্স সংগ্রহ করে পাড়ি দিচ্ছেন নির্বাচনী বুথের উদ্দেশ্যে। কড়া পুলিশি প্রহরায় চলছে নির্বাচনী কাজে ব্যবহৃত মেশিনপত্র বিলি ও কাগজপত্র হস্তান্তরের কাজ।

ভোট কর্মীরা অবশ্য জানাচ্ছেন এই নির্বাচনে যে পরিমাণ পুলিশি ব্যবস্থাপনা রয়েছে তাতে তারা অনেকটাই আস্বস্ত বোধ করছেন।প্রসঙ্গত সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন জুন মালিয়া যিনি মেদিনীপুর বিধানসভার বিধায়ক ছিলেন। তার ছেড়ে যাওয়া আসনে এবার হচ্ছে উপনির্বাচন। এবার নির্বাচনে বাম ,কংগ্রেস, তৃণমূল এবং গেরুয়া শিবির সকলেই প্রার্থী দিয়েছে। প্রতিটি দলই নিজেদের জয় সুনিশ্চিত করার লক্ষ্যে প্রচার চালিয়েছে। আগামীকাল নির্বাচন এবং তারপরেই বোঝা যাবে মেদিনীপুর বিধানসভার নতুন বিধায়ক কে হতে চলেছেন।মেদিনীপুর বিধানসভার চার প্রার্থীর।তথ্য!

বিজেপি প্রার্থী– শুভজিৎ রায় (বান্টি)

তৃণমূল কংগ্রেসের প্রার্থী —সুজয় হাজরা

কংগ্রেসের প্রার্থী – শ্যামল কুমার ঘোষ

সিপিআইএম-এর প্রার্থী – মানিকুন্তল খামরুই

মেদিনীপুর বিধানসভা ভোট গ্রহন কেন্দ্র – ৩০৪ টি।

ভোট কর্মী – ১৫০০।

কেন্দ্রীয় বাহিনী – ১৬ কোম্পানি।

ভোটার – প্রায় ২৯১০০০।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *