নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার দলিত বন্ধু বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন পঞ্চানন দোলই। সোমবার তৃণমূল ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা এবং রাজ্য ও জেলা স্তরের নেতৃবৃন্দ। নবনিযুক্ত চেয়ারম্যান পঞ্চানন দোলই দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তিনি দলিত সম্প্রদায়ের উন্নয়নে নিরলস কাজ করবেন এবং দলীয় আদর্শকে সমুন্নত রাখবেন।
তৃণমূল নেতৃত্ব মনে করছেন, পঞ্চানন দোলই-এর নেতৃত্বে দলিত বন্ধু বোর্ড আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবং দলিত সম্প্রদায়ের উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাবে। তাঁর চেয়ারম্যান হওয়ার খবরে জেলার দলিত সম্প্রদায়ের মানুষদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে।এদিনের অনুষ্ঠানে রাজ্য ও জেলার শীর্ষ নেতৃত্বরা নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে তাঁর প্রতি সমর্থন জ্ঞাপন করেন এবং তাঁর নেতৃত্বে বোর্ডের কার্যক্রম সফল হবে বলে আশা প্রকাশ করেন।