এখনই শেয়ার করুন।

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বিস্তীর্ণ এলাকার ধান চাষের জমি এখন জলের তলায়। মালিগ্রাম, লক্ষীবাড়ি, গোবর্ধনপুর, দুজিপুর, বেলাড়, কেলেয়াড়া সহ বিভিন্ন এলাকায় চাষের জমিতে জল জমে গেছে। শুধু পিংলাই নয়, পশ্চিম মেদিনীপুর জেলার সবং, নারায়ণগড়, পিংলা, এবং ডেবরারও বিভিন্ন এলাকা এই দুর্যোগের ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।কয়েকদিন আগেই জেলাবাসী দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় দানার প্রভাবে নতুন করে তারা ক্ষতিগ্রস্থ হয়ে আতঙ্কের মধ্যে দিন গুনছেন।

ফসলের ক্ষতি নিয়ে চিন্তায় আছেন স্থানীয় মানুষজন।এলাকার এক চাষী বলেন, “আমাদের ধান ও অন্যান্য সবজির জমি সব জলের তলায়। এত কষ্ট করে ফসল ফলালাম, এখন সবটাই নষ্ট হওয়ার মুখে। এই বৃষ্টিতে আমাদের সারা বছরের পরিশ্রম শেষ হয়ে গেল। আমরা জানি না কীভাবে এই ক্ষতি সামাল দেবো। প্রশাসনের সাহায্যের আশায় রয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান দেখছি না।”

এলাকার মানুষজন প্রশাসনের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকার কৃষক ও সাধারণ মানুষের বিপদ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *