এখনই শেয়ার করুন।

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: বালিচক স্টেশন উন্নয়ন কমিটির আহ্বানে শনিবার বিকেলে বালিচক উড়ালপুলের তলায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযোগ ওঠে, সুযোগ থাকা সত্ত্বেও বালিচক রেল ক্রসিং দিয়ে মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, স্কুলের গাড়ির মতো জরুরি যানবাহন চলাচল সম্পূর্ণ অপরিকল্পিতভাবে বন্ধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে ঠেলে দেওয়া হয়েছে। অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তোলা হয়।

এছাড়া, দ্রুত ফ্লাইওভার নির্মাণ সম্পন্ন, বালিচক পাওয়ার স্টেশন থেকে শ্যামচক পর্যন্ত থমকে থাকা রাস্তার কাজ শেষ করা, জলনিকাশি ব্যবস্থার উন্নতির জন্য কালভার্ট নির্মাণ ও ক্যানেল সংস্কার, এবং রেল ক্রসিংয়ের দুদিকে উড়ালপুলের উপর রেম্প সহ সিঁড়ির ব্যবস্থার দাবিও জানানো হয়।প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সুভাষ চন্দ্র মাইতি। যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী ও বিশ্বজিৎ ভূঞ্যার নেতৃত্বে সভায় বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

দাবি আদায়ের লক্ষ্যে বালিচক স্টেশন উন্নয়ন কমিটি আগামী ৬ই মে, মঙ্গলবার সকাল ৯টা থেকে বালিচকে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। দলমত নির্বিশেষে বহু মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান করে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed