এখনই শেয়ার করুন।

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের তালিকা নিয়ে সরাসরি পরিদর্শনে নেমেছে জেলা প্রশাসন। শুক্রবার জেলা শাসক নিজেই উপভোক্তাদের বাড়ি গিয়ে প্রকল্পের কাজ এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।তালিকা পুনর্নিরীক্ষণের উদ্যোগ:জেলা স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত আধিকারিকরা ইতিমধ্যেই তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রকল্পের কাজের অবস্থা যাচাই করছেন। পুনরায় যাচাইয়ের পাশাপাশি গ্রামসভা গুলি নিয়মিতভাবে আয়োজিত হচ্ছে।

উত্থাপিত সমস্যাগুলি দ্রুততার সঙ্গে সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।পাশাপাশি এদিন কর্ণগড় এলাকায় জেলাশাসক সুস্বাস্থ্য কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র (এডব্লিউসি), এবং দুয়ারে রেশন প্রকল্পের কাজ সরেজমিনে দেখেন। তিনি উপভোক্তা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।প্রকল্পগুলির সুষ্ঠু বাস্তবায়ন এবং উপভোক্তাদের স্বার্থ সুনিশ্চিত করতে জেলা প্রশাসনের এই তৎপরতা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *