এখনই শেয়ার করুন।

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ি । দুর্ঘটনায় চাপা পড়ে যান পরিবারের সদস্যরা। দ্রুত তাদের উদ্ধার করে রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক ২ জন।ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত্রি প্রায় ১২টা নাগাদ পশ্চিম মেদিনীপুর ডেবরা ব্লকের ৩নং সত্যপুর অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামে।

এদিন রাতে মাটির বাড়ি ভেঙে পড়লে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে যান,রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মইতাপ আলী ,তার স্ত্রী সহ ক্ষুদে দুই নাতি -নাতনি।সেই সময় দুর্ঘটনার আওয়াজ পেয়েই বিপদ আঁচ করে দুর্ঘটনাস্থলে ছুটে যান মইতাপ আলীর পুত্র সেক অমর আলী।

অমর জানান, “মাঝ রাতে হঠাৎই বিকট আওয়াজ পেয়ে বাড়ি ছেড়ে বাইরে ছুটে আসি। চোখের সামনে আমাদের মাটির বাড়িটি ধ্বসে ধ্বসে পড়ছে। সেই সময় এক মুহূর্ত দেরি না করি আমি ও আমার স্ত্রী বাড়ির ভেতরে কোনরকম প্রবেশ করে সম্পূর্ণ মাটি চাপা অবস্থায় বাড়ির ধ্বংসস্তূপ থেকে আমার বাবা মা ও দুই শিশুকে উদ্ধার করে রাতেই ডেবরা হাসপাতালে নিয়ে আসি।”স্থানীয়দের তৎপরতায় পরিবারের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সকল সদস্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও এক শিশু কন্যা নার্গিস পারভীন(১১) ও মানুয়ারা বিবি (৫০) দুই জন আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

আকস্মিক এই দুর্ঘটনায় মাথা গোঁজার ছাদ হারিয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্থ পরিবারের।ক্ষতিগ্রস্থ পরিবার প্রশাসনের কাছে তাদের করুণ আর্তি ও সহযোগিতার আবেদন করেছেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *