নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: শনিবার পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের সভাপতিত্বে ডিস্ট্রিক্ট লেভেল স্যান্ড কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অবৈধ বালি তোলা রোধে জোরালো পদক্ষেপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বালি খাদান সংক্রান্ত নির্দেশাবলী
১. নিয়মিত নজরদারি: অবৈধভাবে বালি তোলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। জিরো টলারেন্স নীতি মেনে চলার কথা জানানো হয়েছে।
২. তল্লাশি ও জরিমানা: নদীতীর থেকে বালি তোলার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর 2300-র বেশি যানবাহনে তল্লাশি চালিয়ে মোটা অঙ্কের জরিমানা আদায় করা হয়েছে।
৩. যৌথ এনফোর্সমেন্ট টিম: বন বিভাগ, পুলিশ, এবং জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টিম প্রায় ৪০ লক্ষ টাকারও বেশি জরিমানা আদায় করেছে।এছাড়াও এদিন জেলা শাসকের নেতৃত্বে শিল্পের উন্নয়ন সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের আধিকারিক, এবং চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা। চেম্বার অফ কমার্স ও উদ্যোগপতিদের সামনে রাজ্য সরকারের প্রকল্প এবং সুবিধাগুলি তুলে ধরা হয়। উদ্যোগপতিদের সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য ব্লক প্রশাসন এবং পৌরসভাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
চেম্বার অফ কমার্স জেলা প্রশাসনের সদর্থক প্রচেষ্টার প্রশংসা করেছে।
পাশাপাশি এদিন জেলা স্তরের ফরেস্ট পাট্টা কমিটির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শালবনী এবং গড়বেতা-২ ব্লকের ১০৮ এবং ২২ জন জনজাতির মানুষকে ফরেস্ট পাট্টা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বনাঞ্চলে বসবাসকারী, যাদের নাম গ্রামীণ বাড়ির জরিপ তালিকায় রয়েছে, তাদের বাড়ি নির্মাণের জন্য বনপাট্টা প্রদানের প্রক্রিয়া শুরু করা হবে।
এই বৈঠকগুলির মাধ্যমে জেলা প্রশাসন সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং উন্নয়ন প্রকল্পগুলিকে আরও কার্যকর করতে বদ্ধপরিকর।