এখনই শেয়ার করুন।

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর:রামনবমী মিছিলে বাধা এলে সরাসরি পুলিশের সঙ্গেও লড়াই হবে—এমনই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার খড়গপুর শহরের ধোবিখাট এলাকায় রামনবমীর আখড়ার প্রস্তুতি মহড়ায় অংশ নিতে এসে পুলিশের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন তিনি।

এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে দিলীপ ঘোষ রাম ও হনুমানের পূজো দেন। পাশাপাশি, আখড়া গুরুদের নিজের হাতে সম্মান জানান। এরপর বিভিন্ন আখড়া দলের মহড়া শুরু হয়, যেখানে পুরুষ ও মহিলারা লাঠিখেলা, গদা চালানোর কৌশলসহ নানা কসরত দেখান। বিজেপি নেতা নিজেও গদা ও লাঠি হাতে মহড়ায় অংশ নেন, যা উপস্থিত জনতাকে আরও উৎসাহিত করে।

এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ রাজ্য সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, “রামনবমী উপলক্ষে যদি প্রশাসন বাধা দেয়, তাহলে পুলিশের সঙ্গেও লড়বো। গুন্ডাদের সঙ্গেও লড়বো। কারণ, এই সরকার চলছে পুলিশ ও গুন্ডাদের জোরে।”দিলীপ ঘোষের এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। একদিকে, তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে উসকানিমূলক বলে কটাক্ষ করেছে, অন্যদিকে বিজেপি সমর্থকদের একাংশ তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়ে প্রতিবাদে নামার প্রস্তুতি নিচ্ছে। রামনবমী ঘিরে এবার খড়গপুর-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তাপ চড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *