নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের কেশাডাল গ্রামের বাসিন্দারা নদীভাঙনে আতঙ্কিত। শিলাবতী নদীর ভাঙ্গন গত কয়েক বছর ধরে গ্রামবাসীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। নদীর ভাঙন ক্রমশ এগিয়ে এসে গ্রামের কাছে পৌঁছেছে, যার ফলে গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা প্রায় পুরোপুরি নদীগর্ভে চলে গেছে।
এর ফলে বিপাকে পড়েছেন কৃষি প্রধান এলাকাটির মানুষজন।কিছুদিনের মধ্যেই নদীর গ্রাসে বেশ কিছু বাড়িঘর চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, গত কয়েক বছরে প্রশাসন কোটি কোটি টাকা ব্যয় করেও কাঠের পিলার দিয়ে নদী বাঁধ বানানোর চেষ্টা করলেও, পরিকল্পনাহীন কাজের কারণে তাতে কোনো সুফল মিলছে না।
তারা দাবি করছেন, কংক্রিটের মাধ্যমে বাঁধ নির্মাণ না করলে এই নদীভাঙন রোধ করা সম্ভব হবে না।এ বিষয়ে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক জানিয়েছেন, সেচ দফতর এবং জেলা প্রশাসনের নজরে বিষয়টি আনা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।গ্রামের প্রায় ২০০ পরিবারের মানুষজন বর্তমানে এই সমস্যা নিয়ে গভীর চিন্তায় আছেন তাঁরা প্রশাসনের কাছে কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছেন ।