তারক হরি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ও পিংলা ব্লকের বিভিন্ন এলাকায় বেআইনি চোলাই মদের রমরমা কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আবগারী দপ্তর। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে এই দুই ব্লকের একাধিক গ্রামে হানা দেয় আবগারী দপ্তরের আধিকারিকরা।সবংয়ের সিঁদুরমুড়ি, পেরুয়া, পানপাড়া, বলপাই, গুন্ডুত, পানিথর, হিতালজোড় এবং পিংলার এগারো মাইল এলাকায় একযোগে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরেই এই এলাকায় বেআইনি চোলাই মদের কারবার চলছিল বলে জানা গেছে।
এই অভিযানে ৭৫ লিটার প্রস্তুত চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়, পাশাপাশি চোলাই তৈরির ১৩৪০ লিটার কাঁচামাল ধ্বংস করা হয়েছে। উদ্ধার হয়েছে চোলাই তৈরির একাধিক সরঞ্জামও।আবগারী দপ্তরের আধিকারিকদের বক্তব্য, এর আগেও একাধিকবার এই এলাকায় অভিযান চালানো হয়েছে, কিন্তু কিছু অসাধু ব্যক্তি গোপনে চোলাই মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে প্রশাসনের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে যে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে এবং বেআইনি মদ ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

এলাকার বাসিন্দাদের একাংশ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তবে তাঁদের দাবি, শুধু অভিযান চালালেই হবে না, এলাকায় স্থায়ীভাবে নজরদারি বাড়াতে হবে। না হলে কিছুদিন পর আবার চোলাই মদের কারবার মাথাচাড়া দিয়ে উঠবে। গ্রামগুলিকে সম্পূর্ণ চোলাই মুক্ত করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা।