এখনই শেয়ার করুন।

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডার পড়াডিহা বাজার এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে গলার নলি কেটে খুন করা হল উমা শংকর মাহাতো (৪৭)। তিনি কলাইকুন্ডার কোরিয়াশোল এলাকার বাসিন্দা এবং পেশায় জমি ব্যবসায়ী। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ভাই কনক মাহাতো।শনিবার রাতে পড়াডিহা বাজারে রাস উৎসব চলাকালীন উমাশঙ্কর তার দোকানে বসে ছিলেন। অভিযোগ, তখন তিন দুষ্কৃতী দোকানে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে।

উমাশঙ্করকে বাঁচাতে গেলে তার ভাই কনককেও মারাত্মকভাবে আঘাত করা হয়। ঘটনাস্থল থেকে উমাশঙ্করকে রক্তাক্ত অবস্থায় খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর থেকেই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সদস্য রাজু মাহাতো ও মঙ্গল মাহাতোর সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। অভিযোগ, পরিকল্পিতভাবে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।খড়গপুর লোকাল থানার পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই হত্যাকাণ্ড। তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজু মাহাতো, মঙ্গল মাহাতো সহ তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *