এখনই শেয়ার করুন।

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বালিচক রেল স্টেশনের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার খড়গপুর ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন সংগঠিত করল বালিচক স্টেশন উন্নয়ন কমিটি।মূল দাবিগুলোর মধ্যে ছিল নতুন প্রশস্ত ফুট ওভারব্রিজ নির্মাণের বিলম্বের অবসান, রম্পসহ প্ল্যাটফর্মের সম্প্রসারণ, স্টেশনের উত্তর দিকের বন্ধ টিকিট কাউন্টার চালু করা, একটি বাস স্ট্যান্ড ও যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ, জল নিকাশি ব্যবস্থার সংস্কার, লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি, কিছু এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, এবং চিলড্রেন পার্কের সংস্কার।

এদিন এই কর্মসূচিতে অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। উপস্থিত ছিলেন বালিচক স্টেশন উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী,অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ড. মোহিনী মোহন মাইতি, প্রাক্তন ডিআইজি নিতাই চরণ মাকড়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষচন্দ্র মাইতি, ডা. সুশান্ত কুমার বেরা, প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার ভারত রঞ্জন দে, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সমাজসেবী রীনা সামন্ত, এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা আভারানী গাঁতাইত এছাড়াও উপস্থিত ছিলেন বালিচক গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা।

তাঁরা খড়গপুর ডিআরএম-এর কাছে এই সমস্যাগুলোর দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। সাধারণ মানুষও এই আন্দোলনে সামিল হন, তাঁদের দাবি স্টেশনের উন্নয়ন হলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থার সুবিধা বৃদ্ধি পাবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *