নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এবং বিডিও দপ্তরে শুক্রবার বিকেলে বিক্ষোভ ও ডেপুটেশন দিল বালিচক স্টেশন উন্নয়ন কমিটি। রেলগেট বন্ধের কারণে যাতায়াত সমস্যার সমাধানের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়।বিক্ষোভের পর প্রশাসন আশ্বাস দিয়েছে, আগামী দুই দিনের মধ্যে মোটরসাইকেল যাতায়াতের জন্য ব্যবস্থা করা হবে।
এছাড়াও, এমার্জেন্সি চার চাকার গাড়ি চলাচলের জন্য ভবিষ্যতে কী ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখবে প্রশাসন।এই আশ্বাসে আপাতত শান্ত হলেও দ্রুত সমস্যার সমাধান চায় এলাকাবাসী।