এখনই শেয়ার করুন।

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘূর্ণিঝড় দানার প্রভাব এবং নিম্নচাপের কারণে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির কারণে জেলার একাধিক এলাকায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষত ডেবরা ব্লকের খানামোহন ৪ নম্বর অঞ্চলের বৃন্দাবনপুর সহ বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন অবস্থা দেখা দিয়েছে। জলমগ্ন মাঠ, বাড়িঘর, এবং ডুবন্ত ফসল নিয়ে চরম বিপদে পড়েছেন স্থানীয়রা।ডেবরার এই অঞ্চলের বহু কৃষক তাদের কষ্টে ফলানো ফসল জলমগ্ন অবস্থায় দেখতে পাচ্ছেন। বৃষ্টির প্রবলতায় সমস্ত ফসল ডুবে গেছে, ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

এদিকে অনেক বাড়িতে ইতিমধ্যেই জল ঢুকে গেছে, যার ফলে পরিবারের সদস্যরা অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। বাড়ি থেকে জল বের করার চেষ্টা চালাচ্ছেন পরিবারের সদস্যরা। শিশু, বয়স্ক, এবং অসুস্থ মানুষজন এ অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় এক বাসিন্দা স্বপন রায় জানালেন, “আমাদের মাঠের সব ফসল ডুবে গেছে, বাড়ির ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। এই অবস্থায় আমরা কীভাবে কাটাবো তা বুঝতে পারছি না। প্রশাসনের থেকে সাহায্যের আশায় রয়েছি, কিন্তু জানি না কবে আমাদের দিকে কেউ তাকাবে। আমাদের প্রতিদিনের জীবন শুধু সংগ্রাম আর বিপদ।”ত্রাণের আশায় এলাকাবাসীঅতিবৃষ্টির কারণে জীবনের সব চেনা গতিপথে পরিবর্তন এসেছে। জীবনযাত্রা একপ্রকার অচল হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ত্রাণ পৌঁছানোর আশ্বাস দেওয়া হলেও, এলাকাবাসী এখনও প্রয়োজনীয় সাহায্যের অপেক্ষায় রয়েছেন। পরিস্থিতির উপর প্রশাসনিক নজরদারি এবং এলাকায় দ্রুত ত্রাণ ব্যবস্থাপনার আবেদন করেছেন বাসিন্দারা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *