নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বড়চাহারা এলাকায় পটাশপুর-তেমাথানি রাজ্য সড়কে শনিবার রাতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। গুরুতর আহত অবস্থায় এক মোটরবাইক আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মৃত সাইকেল আরোহীর নাম প্রশান্ত মান্ডি (৩৫), বাড়ি সবং থানার অন্তর্গত ৯ নম্বর বলপাই এলাকায়। গুরুতর আহত মোটরবাইক আরোহীকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মালবোঝাই ডাম্পার পটাশপুর থেকে তেমাথানির দিকে যাচ্ছিল। সাইকেল আর মোটরবাইক আরোহীও একই দিকে যাচ্ছিলেন। হঠাৎ ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সাইকেল আরোহী প্রশান্ত মান্ডির মৃত্যু হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে থাকেন মোটরবাইক আরোহী।স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। মোটরবাইক আরোহীর অবস্থার অবনতি হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর ডাম্পারের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাম্পারটি আটক করেছে। সাইকেল ও মোটরবাইকও উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।এই দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে