নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের ১৭৬ নং বুথে ভুয়ো ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ভোটার তুষার বিশ্বাস মেদিনীপুর মিশন গার্লস আরবান জুনিয়র প্রাথমিক বিদ্যালয়ের ‘মডেল বুথে’ ভোট দিতে এসে জানতে পারেন যে তার ভোট ইতিমধ্যেই দেওয়া হয়েছে।এই পরিস্থিতিতে তুষার বিশ্বাস নিজের সচিত্র পরিচয় পত্র সহ প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ জানান।
সেসময় বুথে উপস্থিত ছিলেন সেক্টর অফিসার নজরুল ইসলাম। তারা ভোটারের পরিচয়পত্র যাচাই করে অভিযোগটি সঠিক বলে মেনে নেন এবং টেন্ডার ভোটের মাধ্যমে প্রকৃত ভোটারের ভোট প্রদানের ব্যবস্থা করেন। অর্থাৎ, ভোটিং চ্যালেঞ্জের মাধ্যমে ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পান ওই ভোটার।সেক্টর অফিসার নজরুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে একটি প্রশ্ন থেকেই যায় – একটি অতিরিক্ত ভোট পড়া নিয়ে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেবে।