আদৃত পাল,পশ্চিম মেদিনীপুর: “স্টুডেন্ট উইক”। আর তারই অঙ্গ হিসাবে খড়ার পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত দলপতিপুর নব প্রাথমিক বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো “ফুড ফেস্টিভ্যাল” অর্থাৎ খাদ্য উৎসব। উদ্বোধন করলেন খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী চরণ দলুই ।
এই উৎসবে স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের রকমারি খাবার পরিবেশন করেন। চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলরবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিক্ষক শিক্ষিকা সহ কচিকাঁচাদের এই অভিনব প্রয়াসকে সাধুবাদ জানান চেয়ারম্যান সাহেব, খুদেদের এই প্রচেষ্টাকে উৎসাহিত করতে এলাকাবাসীকে আহ্বান জানান।