এখনই শেয়ার করুন।

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের মাত্র একদিন আগে, বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ও সৌমেন্দু অধিকারী। বিজেপির জেলা কার্যালয় থেকে শুরু হয়ে সিপাই বাজার, রাজাবাজার হয়ে বিদ্যাসাগর হলে শেষ হয় এই মহা মিছিল। বেলুন, দলীয় পতাকা, এবং দলীয় কর্মীদের সঙ্গে টোটোতে শোভাযাত্রা করে বিজেপি নেতারা মেদিনীপুরের মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নরওয়ে সফর নিয়ে কটাক্ষ করেন।

তিনি প্রশ্ন তোলেন, পশ্চিমবঙ্গের মহিলাদের ওপর অত্যাচার প্রসঙ্গে কেউ সেখানে অভিষেককে প্রশ্ন করলে তিনি কী উত্তর দেবেন। এছাড়াও, দীর্ঘদিন ধরে চলা জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং এখনও সঠিকভাবে হাসপাতালে সিসিটিভি বসানো না হওয়ার প্রসঙ্গেও রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি।দিলীপ ঘোষ আরও বলেন, মেদিনীপুর উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোট হওয়া নিয়ে তিনি সন্দিহান। আরজি কর হাসপাতালের অভয় কান্ডের বিচার কোথায় হবে তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

শিয়ালদা কোর্ট, হাইকোর্ট, না সুপ্রিম কোর্টে বিচার হবে, এ নিয়ে অস্পষ্টতা প্রকাশ করে তিনি জানান যে যারা বিচার করবেন তারাও অনুপস্থিত, ফলে মানুষ বিচার নিয়ে সংশয়ে রয়েছেন।তবে উপ নির্বাচনের শেষ প্রচারে প্রার্থী কে নিয়ে প্রচারের ঝাড় তুললেন বিজেপির দুই হেভিওয়েট নেতা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *