এখনই শেয়ার করুন।

তারক হরি, পশ্চিম মেদিনীপুর:ভোররাতে প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছিলেন যুবক। কথোপকথনের মাঝেই নিলেন চরম সিদ্ধান্ত। প্রেমিকার চোখের সামনেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের মেধাবী ছাত্র আকাশ দাস (২২)। উত্তর ২৪ পরগনার বারাসতের মেস থেকে উদ্ধার হল তাঁর নিথর দেহ।আকাশ দাসের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দুবরাজপুর এলাকায়। পরিবারের লোকজন জানিয়েছেন, আকাশ বছর দু’য়েক আগে উচ্চমাধ্যমিক পাশ করে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করতে বারাসতে চলে যান। বাবা রাজমিস্ত্রির কাজ করেন, সংসারে সচ্ছলতা না থাকলেও ছেলের স্বপ্নপূরণের জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন। মেধাবী ছাত্র ছিল আকাশ, তাই সকলেই ভেবেছিলেন সে একদিন বড় কিছু করবে।

কিন্তু কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে হতবাক পরিবার ও বন্ধুরা।পরিবারের তরফে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার সময় আচমকাই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আকাশ। প্রেমিকা আতঙ্কিত হয়ে পরিচিতদের খবর দেন। এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।তবে প্রেমঘটিত কারণে আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো অজানা কারণ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আকাশের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বাবা-মায়ের কান্নায় ভেঙে পড়া মুখ দেখে শোকাহত প্রতিবেশীরাও নির্বাক হয়ে গেছেন। এক সম্ভাবনাময় তরুণের এমন মর্মান্তিক পরিণতি সকলকে নাড়িয়ে দিয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *