তারক হরি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মকরামপুর এলাকায় শনিবার সকালে এক মাঝবয়সী মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত মহিলার নাম বনা লায়েক (বয়স আনুমানিক ৫০)।স্থানীয়রা এদিন সকালে একটি পুকুরে দেহ ভাসতে দেখে। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসী ভিড় জমায়।
পরে স্থানীয়রা মৃতদেহ শনাক্ত করে এবং খবর দেয় পরিবারের সদস্যদের।জানা গিয়েছে, বনা লায়েক এলাকায় গেড়ি ও গুগলি কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার সকালে তার দেহ পুকুরে ভেসে ওঠে।ঘটনার খবর পেয়ে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।